রাস্তা বেহাল : হাল ফেরানোর দাবী নিয়ে সোচ্চার গ্ৰামবাসী

30th July 2021 10:57 am অনান‍্য
রাস্তা বেহাল  : হাল ফেরানোর দাবী নিয়ে সোচ্চার গ্ৰামবাসী


দেবাশীষ পাল ( মালদা ) :  গ্রামের দূরত্ব শহর থেকে খুব বেশি নয়। কিন্তু গ্রামে ঢুকলে মনে হবে প্রত্যন্ত কোনও এলাকা ।  ইংরেজবাজার এর মানিকপুর গ্রামের ছবিটা ঠিক এমনই। পাকা রাস্তা থেকে পাঁচশো মিটার ভেতরে ঢুকলেই শুরু হয়ে যাবে বেহাল রাস্তা। এই রাস্তার পরিবর্তন  চাই গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই চাহিদা আজও কেউ মেটাতে পারেনি। প্রতিবারই ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও আজও রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তা দিয়ে প্রাণ হাতে করে চলাচল করতে হয় গ্রামবাসীদের এমনি অভিযোগ । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বহুবার বলা হলেও এখনও কেউ এই সমস্যা সমাধানের জন্য  কেউ এগিয়ে আসেনি। অগত্যা সমস্যা নিয়ে এবার একেবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান গ্রামবাসীরা। গ্রামের এক বাসিন্দা তাপস মন্ডল জানান, গ্রামের দেড় থেকে দুই কিলোমিটার যে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে, তা আমরা ছোট থেকেই দেখে আসছি। এখনও অবধি এ রাস্তার হাল ফেরেনি।  সারা বছরই এ রাস্তার উপর দিয়ে আমাদের চলাফেরা করতে হয়। কোনরকম দুর্ঘটনা ঘটলে বা চিকিৎসার জন্য যেতে হলে রোগীদের খুব সমস্যায় পড়তে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে চরম সমস্যা হয়। আমরা চাই সরকার যাতে এই বিষয়ে নজর দিক। আমরা বহুবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদে জানিয়েও সমস্যার সমাধান হয়নি।  এই সমস্যার কথা শিকার করেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবি মন্ডল। তিনি জানান এই সমস্যাটি দীর্ঘদিনের। আমি বহুবার এই বিষয়ে আমাদের জেলা পরিষদ কে বলেছি তবে এখনও এ রাস্তার এখনো হয়নি । আশা করা যায় এবারে আমাদের সরকার এই সমস্যার সমাধান করে দেবে।

 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।